Search
Swapnamoy Das
(১)
ভালোবাসার কাছে আমরা সবাই ঋণী ,
তোমাকে ভালবাসার আগে কেন তা বুঝিনি ?
(২)
কষ্ট পায় না পাথর
যদি সে খুঁজে পায় সাগর ।
(৩)
কীসের এত গন্ধ ?
আমি তোমার প্রেমে অন্ধ !
(৪)
তোমার চোখের পাতায় কাঁপন
তুমি ছাড়া বৃথা এ জীবনযাপন ।
(৫)
কী আছে দেবার ?
গন্ধ নাও রজনীগন্ধার ।
(৬)
চাই না ফুল
গোলাপ কিংবা জুঁই ,
অবাক হয়ে দেখি তোমার চোখ দুটো-ই !
(৭)
তোমায় দেখেছি শিশির ভেজা ভোরে
আজ পথের ধূলিকণাও আমার কাছে হিরে |
(৮)
যতই হাঁটি ততই মনে হয় দূর
কি করে পৌঁছানো যায় হৃদয়পুর!
Yorumlar